Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউইয়র্কে সমস্বরে গাওয়া হলো জাতীয় সঙ্গীত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনস্যুলেটের যৌথ আয়োজনে একযোগে একই সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশ গ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

নিউইয়র্ক সময় রাত ১০টায় লাল সবুজে ছেয়ে যায় বাংলাদেশের কনস্যুলেট অফিস। সোমবার রাতে নিউইয়র্ক কনস্যুলেটের অসাধারণ ছবি এটি।

বাংলাদেশে মঙ্গলবার সকাল ৮টায় স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যখন সমস্বরে জাতীয় সঙ্গীত গাইছিলেন সবাই; তখন হাজার মাইল দূরের নিউইয়র্কও হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছিলেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিল্পী, সুশিল সমাজের প্রতিনিধিরা। বিশেষ করে পরের দিন স্কুল থাকলেও, এসেছিল আগামী প্রজন্মের প্রতিনিধি শিশু কিশোররাও। উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

বাংলাদেশে শিশু কিশোরদের সঙ্গে যখন প্রধানমন্ত্রী জাতীয় সঙ্গীত গাইছেন, তখন টেলিভিশনের পর্দায় দেখে তাতে কণ্ঠ মেলান কনস্যুলেট অফিসে উপস্থিত সবাই।পরে মাসুদ বিন মোমেন এই আয়োজনের ভূয়সি প্রশংসা করে বলেন, 'এর মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্ম সরাসরি দেশের সঙ্গে সম্পৃক্ত হতে পারছে'। দেশের সঠিক ইতিহাস জেনে, দেশকে ভালোবাসার কথা বলেন তিনি।

এমন আয়োজনের জন্যে সেখানে উপস্থিত সুধীজন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার প্রশংসা করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, তার প্রচেষ্টা একদিকে যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে সঠিক যোগাযোগ স্থাপন করা, বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনকে সেখানে নিয়ে যাওয়া। অন্যদিকে এদেশে বেড়ে ওঠা আগামী প্রজন্মের সঙ্গে দেশের সংযোগটি সুদৃঢ় করা। তার জন্যে আরও অনেক কাজ করে যাবেন তিনি।

Bootstrap Image Preview