ভারত-বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক তা বর্তমানে সোনালী অধ্যায় অতিবাহিত করছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপনকালে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ কথা বলেন।
এদিন সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সৈয়দ মোয়াজ্জেম আলী দিবসটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় ঢাকা থেকে গাওয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন (পশ্চিম) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব গিতেশ শর্মা।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।