Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:৩৭ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:৩৭ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে  দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খারাংখালী এলাকায়  এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ ২ নং ব্যাটালিয়ন বর্ডার গার্ডের  ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করার সময় টেকনাফ উপজেলার খারাংখালী নাফনদী সীমান্ত পয়েন্ট দিয়ে দুই ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। কর্তব্যরত বিজিবির সদস্যরা বাধা দিতে গেলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুই রোহিঙ্গার মৃতদেহ ও এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহতদের টেকনাফ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview