মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক 'গৌরবময় স্বাধীনতা ২০১৯' এর আওতায় ৫১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিপিএম পুলিশ সুপার শাহ (ঢাকা) মিজান শফিউর রহমান বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনোয়গ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুল রহমান এমপি।
উক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড মো এনামুর রহমান।
এই সম্বর্ধিত করা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ডক্টর খান মোহাম্মদ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ও বরেন্দ্র চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ সহ ১৫ জন দেশ বরেন্দ্র বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে দেয়া হয় সংবর্ধনা।
তাছাড়া নারী মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মহিরন বেওয়া, হাফিজা বেওয়া, শমলা বেওয়া সহ ৫ জন বীর নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) কেও সংবর্ধনা দেয়া হয়৷
এ সময় ৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। যারা ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনসে প্রথম প্রতিরোধ যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করেন৷ তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এস আই (অব) শাহজাহান মিয়া, কনস্টেবল (অব) আবু সামা, কনস্টেবল (অব) নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সম্বর্ধিত করা হয় ঢাকা জেলার বিভিন্ন থানার খ্যাতনামা ২২ জন মুক্তিযোদ্ধাকে।