Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গণহত্যা দিবস পালিত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৭:০১ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৭:০১ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে ‘গণহত্যা দিবস’-২০১৯পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ মার্চ-২০১৯ রবিবার সন্ধ্যায় ক্যানবেরাস্থ গাংগালিন কলেজ থিয়েটারে আলোচনা অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লীভ মি এলোন’ মঞ্চস্থ করা হয়।

আলোচনা সভায় বক্তারা ২৫ শে মার্চের কালো রাত ও এর প্রেক্ষিত সম্পর্কে আলোচনা করেন।

হাইকমিশনার সুফিউর রহমান জাতীয় গণহত্যা দিবস সম্পর্কে আলোচনায় গণহত্যা, এর গ্রহণযোগ্য সংজ্ঞা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

তিনি বিশেষভাবে জোর দেন হানাদারদের অভিপ্রায় (Intent) এবং এর বিভৎসতার উপর।

বিভিন্ন সময়ে প্রকাশিত পাকিস্তানি উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তাদের লেখা বই থেকে উদ্ধৃতি করে তিনি উপস্থাপন করেন যে পাকিস্তান বাহিনীর অভিপ্রায় ছিল গণহত্যা, যা মুক্তিযুদ্ধের নয় মাসের পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়।

গণহত্যার বিচার না হলে নতুন গণহত্যার ক্ষেত্র প্রস্তুত হয় মর্মে তিনি ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন করেন এবং ১৯৭১ এর গণহত্যার জবারদিহিতার বিষয়টি জোড়ালোভাবে তুলে ধরেন।

সবশেষে জন মার্টিন কর্তৃক রচিত ও প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লীভ মি এলোন’ মঞ্চস্থ’ করেন সিডনীভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আলাপন। একজন প্রবাসী মুক্তিযোদ্ধা সন্তানের মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও এর মাধ্যমে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানকে কেন্দ্র করে মঞ্চস্থ এই নাটকটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

Bootstrap Image Preview