Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটকীয় জয় পেল জার্মানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


স্বাগতিক নেদারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে জার্মানি। ফলে উয়েফা ২০২০ এ বাছাইপর্বে  দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসল। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের সমান পয়েন্ট। 

রোববার রাতে আমস্টারডাম অ্যারেনায় শুরু থেকেই ছন্দে দেখা যায় জার্মানিকে।  ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় তারা। টনি ক্রুস ও মিডফিল্ডার শুলজের কাছ থেকে পাওয়া বল নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে নেদারল্যান্ডসের জাল কাপান সানে।

৩৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। আন্টোনিও রডি রুডিগারের পাস থেকে কোনাকুনি উঁচু শটে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জিনাব্রি।

দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরে তৃতীয় মিনিটেই ব্যবধান কমান তরুণ প্রতিভাবান মিডফিল্ডার ম্যাথিস ডি লিট। ঘড়ির কাঁটা ৬৩ মিনিট ছুঁতেই ম্যাচের সমতা ফেরান মেমফিস ডিপে।

 

তবে এই সমতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ম্যাচে ৯০ মিনিটে গোল করে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি স্পটের কাছে মার্কো রয়েসের পাস পেয়ে অসাধারন শটে জয় নিশ্চিত করেন শুলজ।   

Bootstrap Image Preview