Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবসের আলোচনা সভা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনায়  ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বোরচিত হামলা, নির্যাতনসহ নানান দিক নিয়ে আলোচনা করা হয়।

Bootstrap Image Preview