ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে শুধু বস্তুর উন্নয়ন করা হচ্ছে। মানুষের উন্নয়নের চিন্তা মাথায় আনা হচ্ছে না। ভালো মানুষ ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়।
তিনি আজ রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুতে 'শিক্ষায় ধর্মের প্রভাব' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের নেতৃবৃন্দ চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে শুধু বস্তুর যে উন্নয়ন করছে সেটি কোন ফল বয়ে আনবে না। এ জন্য প্রয়োজন মানুষের উন্নতি। নৈতিকতা তৈরি।
আফজাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তুর উন্নয়নের সাথে মানুষের উন্নয়নে মনোনিবেশ করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ৮৪ হাজার আলেমকে দিয়ে ধর্মীয় শিক্ষা প্রচার ও প্রসারে কাজ করছেন।
তিনি বলেন, বাংলাদেশে ৩ লাখ মকতব রয়েছে। মসজিদ, মন্দির, প্যাগোডা, খানকাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পারস্পারিক সম্প্রীতি বৃদ্ধি কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন।
আফজাল বলেন, আলেমদের অবজ্ঞা করে বিশ্বে শান্তি আনা সম্ভব নয়। যা করার আলেমদের সাথে নিয়েই করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা কওমি মাদরাসার সনদ দিয়ে তাদেরকে মূলস্রোতে নিয়ে এসেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। আরো বক্তব্য রাখেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রিভেনশন অব জেনোসাইড বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েঙ্গ।