Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিবোনো চুইংগামের দাম তিন কোটি টাকা! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


চিবোনো চুইংগামের দাম তিন কোটি টাকা! বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে? তাহলে শুনুন। মানুষটার নাম যদি হয় স্যার অ্যালেক্স ফার্গুসন আর চুইংগামটি যদি হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হটসিটে বসে তাঁর চিবোনো শেষ চুইংগাম, তাহলে অবশ্যই তা সম্ভব। 

ম্যান ইউয়ের সমর্থকও ডাগআউটে বসে ক্লাবের সর্বকালের সেরা কোচ অ্যালেক্স ফার্গুসনের চিবোনো শেষ চুইংগামটি রেখেছিলেন নিজের সংগ্রহে।

সম্প্রতি তিনি তা নিলামে তোলেন। আর নিলামে ৩ লক্ষ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হল তাঁর সংগৃহীত সেই চুইংগামটি। বাংলাদেশি  টাকায়  যার মূল্য  ৩ কোটি ৮৭ লাখ  টাকা। জানা গিয়েছে নিলামের সেই অর্থ দান করা হবে ক্লাবেরই চ্যারিটিতে।

Bootstrap Image Preview