Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাবানার অস্ত্র ব্যবসায়ী টুটুল রাজশাহীতে গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview


পাবনার সুজানগরের অস্ত্র ব্যবসায়ী টুটুল বিশ্বাসকে (২৬) রাজশাহীর বাঘা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) ভোরে বাঘা সীমান্ত এলাকার জোতনশী স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টুটুল পাবনা সুজানগর থানার দুলাই গ্রামের সালাম বিশ্বাসের ছেলে।

শনিবার সকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ভোরে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ টুটুলকে গ্রেফতার করা হয়। পুলিশ রেকর্ড অনুযায়ী আটক টুটুল পাবনার সুজানগর এলাকার অস্ত্র ব্যবসায়ী। সে বাঘায় এসেছিল ফেনসিডিল এবং ইয়াবা নেওয়ার জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা জানান।  

Bootstrap Image Preview