Bootstrap Image Preview
ঢাকা, ৩১ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেড়কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করলেন মৎস্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


চাঁদপুর নদীকেন্দ্রে প্রায় দেড়কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একটি ডরমিটরি কাম প্রশিক্ষণকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

আজ চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন ডরমিটরিটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

প্রশিক্ষণকেন্দ্রটিতে সারাদেশের ইলিশের সাথে জড়িত ব্যবসায়ী, জেলে, আড়তদার, জনপ্রতিনিধি ও বিভিন্ন সম্প্রসারণকর্মীদের ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব, আকার ও গ্রুপভিত্তিক ইলিশমাছ ধরার প্রভাব, ইলিশবিচরণ ও প্রজননক্ষেত্রসমূহের পরিবর্তনের প্রভাব, ইলিশসম্পদ-ব্যবস্থাপনা ও বাস্তবায়নে জেলেদের আর্থ-সামাজিক অবস্থার প্রভাব এবং ইলিশসম্পদ পুনরুদ্ধার ও সংরক্ষণে মৎস্য আইনবাস্তবায়ন ইত্যাদি প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণদান করা হবে। এখানে বছরে প্রায় ৫০০ জনকে প্রশিক্ষিত করা হবে।

৩৩ একরবিশিষ্ট চাঁদপুর নদীকেন্দ্রে ইলিশমাছের উন্নয়নে বিভিন্ন গবেষণাকার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

প্রতিমন্ত্রী প্রশিক্ষণকেন্দ্রটি উদ্বোধনের পর চাঁদপুর নদীকেন্দ্রটির বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে-ঘুরে দেখেন এবং এর উন্নয়নে সংশ্লিষ্টদের নানারকম নির্দেশনা দেন।

পরে তিনি চাঁদপুর নদীকেন্দ্রের সম্মেলনকক্ষে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য অধিদফতরের কর্মকর্তা এবং প্রাণিসম্পদ অধিদফতরের পৃথক-পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

তিনি গবেষণাকার্যক্রমের গতিবৃদ্ধির ওপর জোর দিয়ে সবাইকে ইলিশসহ মৎস্য উৎপাদনে আরো মনোযোগী হবার আহ্বান জানান।

Bootstrap Image Preview