বুড়িমারী স্থলবন্দর থেকে আগে মালামাল রেল পথে যেত, এখন ট্রাকে যাচ্ছে উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ট্রাক সেক্টরের সিন্ডিকেটের কারণে এখন আর রেলপথে মালামাল যাচ্ছে না।
আজ শুক্রবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন রেলমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ট্রাক দিয়ে মালামাল যাওয়ায় রেলওয়ে বিভাগ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা যদি আবার উদ্যোগ নিয়ে রেল পথে মালামাল পরিবহন করেন, তাহলে রেলওয়ে বিভাগ আরও লাভজনক হয়ে উঠবে।’
বুড়িমারী স্থল বন্দর-চ্যাংরাবান্ধা রুট দিয়ে ৪ দেশীয় ট্রেন পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল ৪ দেশীয় বাণিজ্যিক যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন স্থলবন্দর ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। চলতি বছরে দুই শত এবং আগামী বছরে আরও সাড়ে পাঁচশত আধুনিক কোচ কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব কোচ সংযোজন হলে রেলওয়েতে অব্যবস্থাপনা থাকবে না। রেলের অব্যবস্থাপনা শনাক্ত করতে পরিদর্শন শুরু হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘লালমনিরহাটের মোঘলহাটসহ দেশের সকল বন্ধ রেল লাইনগুলো সংস্কার করে দ্রুত চালু করা হবে। এর অংশ হিসেবে ইতিমধ্যে মিটার গেজ লাইনে ব্রডগেজ সংযোজন করে ডুয়েল গেজ করা হচ্ছে, যাতে দুই ধরনের ট্রেন চালানো যায়।’