Bootstrap Image Preview
ঢাকা, ৩১ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লুই আই ক্যানের দেশে আমন্ত্রণ পেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি, লুই আই ক্যানের স্মরণে আগামী মাসে দেশটিতে জাতিসংঘে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কার্সটি কালজুলেইড।

২১ মার্চ এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্সটি কালজুলেইডের সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে এই আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত নাগরিকসেবা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।

দু’দেশের মধ্যে তথ্য-প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়টি প্রাধান্য পায় এ বৈঠকে।

এছাড়া এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী খ্যাতনামা স্থপতি লুই আই ক্যান যিনি বাংলাদেশের জাতীয় সংসদেরও স্থপতি, তাঁর স্মরণে এস্তোনিয়া আগামী মাসে জাতিসংঘে একটি অনুষ্ঠান আয়োজন করছে যেখানে পররাষ্ট্রমন্ত্রীকে অংশগ্রহণ করার অনুরোধ জানান এস্তোনিয়ার প্রেসিডেন্ট।

Bootstrap Image Preview