Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ফের নিহত বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. বাবুল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের ১ হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় সুপারি বাগানে সুপারি পারতে যান বাবুল। এসময় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় বাবুলের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরও বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।
 
তিনি বলেন, ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে কমপক্ষে দুই ঘণ্টা প্রয়োজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Bootstrap Image Preview