Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, অক্টোবার ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারত বিশ্বকাপ জিতলেও চাকরি হারাবেন শাস্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


কোহলির দল ইংল্যান্ডের মাটিতে আইসিসি বিশ্বকাপ জিতলেও ভারতীয় দলে হেড কোচ রবি শাস্ত্রীর চাকরি পাকা নয়। কারণ, কোচের সঙ্গে চুক্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই রবি শাস্ত্রীর চাকরি নবীকরণ অথবা বর্ধিত করার কোনও শর্ত উল্লেখ করেনি৷ 

যার অর্থ, বিশ্বকাপ জিতলেও রবি শাস্ত্রী হেড কোচ হিসেবে দলে নাও থাকতে পারেন৷ তবে রবি এই পদে থাকতে চাইলে তাঁকে নতুন করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তবে তাঁকে আর নতুন করে আবেদন করতে হবে না। বর্তমান কোচ হিসাবে সরাসরি বাছাই করা প্রার্থীদের মধ্যে সাক্ষাৎকারের জন্য গণ্য হবেন শাস্ত্রী৷ 

শুধু রবি নন, ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে৷ 

Bootstrap Image Preview