Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় শিশু দিবসে গণস্বাস্থ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৭মার্চ বিকাল ৪ ঘটিকায় গণস্বাস্থ্য হাসপাতাল প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে ভিডিও ফুটেজ দেখানো ও মুক্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা দুলাল, বিশেষ অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক মীর মোর্ত্তজা আলী বাবু, ডাঃ মাহজাবীন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি শেখ মোহাম্মদ কবীরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মনজুর কাদির আহমেদ এর পরিচালনায় ডাঃ মাহবুব যোবায়ের সোহাগের সঞ্চালনায় প্রায় ৫০ জন শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অতিথিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর ও তার বেড়ে উঠার গল্প শিশুদের মাঝে তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। উল্লেখ্য ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের নাম তিনিই বাছাই করে দেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মনজুর কাদের আহমেদ শিশুদের ও উপস্থিত সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে ধৈর্য, সাহস ও মমত্ববোধ শিক্ষা নিয়ে বেড়ে উঠার ও জীবন গড়ার আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও সকল অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরষ্কার দেওয়া হয় এবং সবশেষে শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

Bootstrap Image Preview