Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেরিটাইম সেক্টরে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview
ছবি: পিআইডি


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগ করবে।

আজ ২০ মার্চ-২০১৯ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুুরীর সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।

তারা পারস্পরিক কল্যাণসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া মোংলা বন্দর, পায়রা বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী রাষ্টদূতকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর একটি গ্রন্থ এবং মন্ত্রণালয়ের স্মারক শুভেচ্ছা উপহার দেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview