Bootstrap Image Preview
ঢাকা, ২৭ রবিবার, জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘শুধু চিকিৎসক নয়, ভুটানের নেতাও তৈরী করে বাংলাদেশ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


ভুটানের পররাষ্ট্র সচিব সনাম শং বলেছেন, ভুটানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দু’জনই বাংলাদেশে পড়াশোনা করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে মেডিক্যালের ছাত্র ছিলেন। বাংলাদেশ শুধু ভুটানের চিকিৎসকই তৈরি করছে না, সেখানের নেতাও তৈরি করছে। এজন্য বাংলাদেশ গর্ব করতে পারে।

রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় মঙ্গলবার বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভুটানের পররাষ্ট্র সচিব সনাম শং এসব কথা বলেন।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক এ কথা জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছেন।

তিনি বলেন, বৈঠকে আমরা বাণিজ্য, কানেক্টিভিটি ও বৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

Bootstrap Image Preview