Bootstrap Image Preview
ঢাকা, ২৭ রবিবার, জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাহাড়ে গুলিতে আহতদের আর্থিক সহায়তা দিবে ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০১:২০ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০১:২০ PM

bdmorning Image Preview


বাঘাইছড়িতে হামলায় আহতদের আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ মঙ্গলবার বেলা পৌঁনে ১২টার দিকে সাংবাদিকেদের তিনি এ কথা বলেন। এর আগে আহতদের দেখতে চট্টগ্রাম সিএমএইচে যান সিইসি।

গতকাল সোমবার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে প্রিসাইডং অফিসার ও কলেজ শিক্ষক আব্দুল হান্নানসহ ৭ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার ৯ কিলোমিটার এলাকায় নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে সন্ত্রাসীরা গুলি চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পোলিং এজেন্ট শিক্ষক মো. আমির হোসেন (৪০), দাখিল মাদ্রাসার শিক্ষক আবু তৈয়ব, নির্বাচনী দায়িত্বে থাকা আনসার ভিডিপির মো. আল আমিন (১৭), বিলকিস (৪০), মিহির কান্তি দত্ত (৪০), জাহানারা বেগম (৩১) ও পথচারী মিন্টু চাকমা (২৭)। আহত ১০ জন। অহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও ৭ জনতে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview