শরিয়তপুরের জাজিরা প্রান্তে এই মাসেই বসানো হবে পদ্মা সেতুর নবম ও দশম স্প্যান।
সোমবার (১৮ মার্চ) পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম জানান, জাজিরা পয়েন্টে ৩০০ মিটার লম্বা দুটি স্প্যান স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ৬ দশমিক ১৫ কিলিমিটার দীর্ঘ এই সুবিশাল সেতুর মূল অবকাঠামোর ১,৫০০ মিটার এর মাধ্যমে দৃশ্যমান হবে।
এ দুটি স্প্যান স্থাপন করা হলে জাজিরা পয়েন্ট থেকে মোট ১,৩৫০ মিটার দৃশ্যমান হবে এবং মাওয়া পয়েন্টে দৃশ্যমান হবে ১৫০ মিটার।
২০১৮ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে ‘পদ্মা ব্রীজ টোল প্লাজা’র নাম ফলক উন্মোচন করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, আনুমানিক ৩০,১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে, এই সেতু নির্মিত হলে জাতীয় অর্থনীতিতে শতকরা ১ দশমিক ২ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে এবং প্রতি বছর শতকরা ০ দশমিক ৮৪ হারে দারিদ্র্য হ্রাস পাবে।