Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সেতুতে লরিতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:৩৩ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:৩৩ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু সেতুতে লরিতে বাসের ধাক্কায় মাসুম শেখ (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন তিনজন।

রবিবার দিবাগত রাত দিকে বঙ্গবন্ধু সেতুর ২৮ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মাসুম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল তালুকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লরি সেতুর ২৮ নং পিলারের কাছে পৌঁছলে পেছেন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন শেখ মারা যান। আহত হন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে ভর্তি করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview