Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুর কমার্স কলেজে কুইজ ও বারোয়ারি প্রতিযোগিতা

আবু সালেহ মুসা
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


গাজীপুর কমার্স কলেজে কুইজ ও বারোয়ারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গাজীপুর কমার্স কলেজের পৃষ্ঠপোষকতায় গাজীপুর কমার্স কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে ও গাজীপুর ডিবেটিং সোসাইটির সহায়তায় প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

গাজীপুরের অন্তর্ভুক্ত ১৭ টি স্কুল ও কলেজ এই প্রতিযোগিতাতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাকির আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিবেটিং সোসাইটির সভাপতি আবু সালেহ মুসা, গাজীপুর কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল-আমীন ফারুক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও গাজীপুর জজ কোর্টের এজিপি মিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার, সমাজসেবা অফিসার এটিএম মুহিতুল ইসলাম।

৪টি প্রতিষ্ঠানের ৫ জন বিতার্কিক অংশ নেয় বারোয়ারী প্রতিযোগিতায় ও কুইজ প্রতিযোগিতায় ১৬ টি প্রতিষ্ঠানের ৪০জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অসীম বিভাকর।

Bootstrap Image Preview