Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শনিবার, জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আর স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করে দেখাতে চাই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview


স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার গ্রাম হবে শহর, এ চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী করেছেন। তার এ ঋণ কখনই পরিশোধ করতে পারবো না। তবে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আর স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করে দেখাতে চাই।

শনিবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরে সরিষাবাড়ী কলেজের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে তাকে সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অভিমান নয়- আমাদের এখন কাজ করার সময়। আমরা প্রমাণ করতে চাই সারা বাংলাদেশ দেখতে আসবে সরিষাবাড়ীকে উন্নয়নের রোল মডেল হিসেবে।

এ সময় সরিষাবাড়ী হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করাসহ নার্সিং ইনষ্টিটিউট, ট্রমা সেন্টার স্থাপনা, ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ, ঢাকা-বঙ্গবন্ধু সেতু সরিষাবাড়ী-ঢাকা অভিমুখী দুটো আন্তঃনগর ট্রেন চালুরও ঘোষণা দেন তিনি।

সরিষাবাড়ী কলেজকে জাতীয়করণ করার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত সরিষাবাড়ী কলেজ জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকবো। এ সময় তিনি কলেজে একটি চারতলা ভবন, একটি ছাত্রী হোষ্টেল ও একটি লাইব্রেরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

Bootstrap Image Preview