Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাতারের ক্লাবকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

হাসান বখস, কাতার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের লক্ষ্যে কাতারে ১০ দিনের আবাসিক ক্যাম্পে রয়েছে বাংলাদেশ যুব দল। অনুশীলনের পাশাপশি সেখানে দু'টি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। যার প্রথমটি হয়েছে শুক্রবার (১৫ মার্চ) রাতে। প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে জেমিদের দল।

স্বাগতিকদের শীর্ষ লিগের অন্যতম দল আল শাহানিয়া স্পোর্টিং ক্লাবকে যুব দল হারিয়েছে ১-০ গোলে।

আল শাহানিয়া ক্লাব মাঠে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেছেন নোফেল স্পোর্টিংয়ের ফরোয়ার্ড খন্দকার আশরাফুল ইসলাম। এই গোলটির জন্য লাল-সবুজ দলকে অপেক্ষায় থাকতে হয়েছে ৮৫ মিনিট পর্যন্ত। পরের মিনিটে মিডফিল্ডার রাকিব হোসেনের ডান প্রান্তের কর্নারে আশরাফুল প্লেসিং করলে এক ডিফেন্ডারের শরীরে লেগে তা জালে জড়ায়।

এছাড়া দুই অর্ধে একাধিক সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।

কাতার থেকে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু  সুযোগ হাতছাড়ায় হতাশা প্রকাশ করে বলেছেন, দুই অর্ধে আমাদের দুটো দল খেলেছে।  প্রথমার্ধেই একাধিক সুযোগ ছিল। কিন্তু ফরোয়ার্ডরা তা পারেনি। শেষ পর্যন্ত আশরাফুলের গোলে দল জিতেছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল পরবর্তী ম্যাচ খেলবে আগামী ১৯ মার্চ। প্রতিপক্ষ আল আরাবি ক্লাব।
 

Bootstrap Image Preview