Bootstrap Image Preview
ঢাকা, ২৭ রবিবার, জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নৃশংস হতাহতের ঘটনায় নৌ-প্রতিমন্ত্রীর শোক ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নৃশংস হতাহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন।

আজ এক বার্তায় প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন তিনি।

উল্লেখ্য গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে তিনজন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৪৮ জন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ডিন্স এভিনিউর আল নূর মসজিদ ও লিনউড এলাকার লিনউড মসজিদে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বিকালে সাংবাদিক সম্মেলনে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা ও দেশের অন্ধকারতম একটি দিন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন।

Bootstrap Image Preview