Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন বাতিলের আন্দোলন মূলত লিটন নন্দীর: রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:৩০ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে সেটিকে একটি গোষ্ঠীর আন্দোলন বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী।

শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রওনা দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, এটা মূলত বাম জোটের লিটন নন্দীর আন্দোলন।তিনি যে ভোট পেয়েছেন তাতে তার জামায়াত বাজেয়াপ্ত হওয়ার কথা। আন্দোলনের কথা বলার জন্য মিনিমাম একটি মুখ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসুতে পুনঃনির্বাচনের দাবির বিষয়ে গোলাম রাব্বানী বলেন, এটাকে বলতে পারেন স্রেফ একটি প্রহসন। একদম সুনির্দিষ্ট করে বলি, একমাত্র লিটন নন্দী (বাম জোটের ভিপি প্রার্থী) আন্দোলনের নেতৃত্বে। তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন ১২০০। একটা মিনিমাম মুখ থাকা উচিত কথা বলার জন্য।এরকম ভোটে জামানত বাজেয়াপ্ত হয়।সুতরাং এটা কোনো শিক্ষার্থীদের আন্দোলন নয়। এটা একটি নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন।

১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল।তারা পুনঃনির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে।আজ শেষ হচ্ছে সেই সময়সীমা।

Bootstrap Image Preview