Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শুক্রবার, জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানবতার কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


আমাদের দেশে নারী শিক্ষার প্রসার থেকে শুরু করে মানবতার সেবায় দানবীর রণদা প্রসাদ সাহা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, বিত্তশালীদেরকেও তা স্থাপন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে ধনীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা ব্যাপকভাবে মানুষের কল্যাণে দান করতেন। তিনি এক হাতে অর্থ উপার্জন করতেন, অন্য হাতে তা বিলিয়ে দিতেন। তিনি নারীদের উন্নয়নে অবদান রেখেছেন। তিনি বিধবাদের কথা ভেবেছেন, মেয়েদের শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, মির্জাপুরে আসতে আগে অনেক কষ্ট হতো। সে রকম অজোপাড়া গাঁয়ে দানবীর রণদা প্রসাদ সাহা বিশাল কর্মজজ্ঞ গড়ে তুলেছেন শুধু মানবতার কল্যাণে।

এর আগে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর হেলিকপ্টারে করে ঢাকা থেকে মির্জাপুরের কুমুদীনি কমপ্লেক্সে পৌঁছান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

কুমুদিনী কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছেই প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে ১১টি প্রকল্পের উদ্বোধন করতেন।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভারতশ্বেরী হোমস মাল্টিপারপাস হল এবং ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং কমপ্লেক্স, এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প (টাঙ্গাইল অংশ), এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা সড়কে ১০টি ক্ষতিগ্রস্ত সেতু ও একটি কালভার্ট পুঃননির্মাণ এবং আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন, টাঙ্গাইল-দেলদুয়ার জেলা মহাসড়ক, করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা সড়ক এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন অংশের প্রশস্তকরণ প্রকল্প, কালীহাতি উপজলো কমপ্লেক্সের প্রশাসনকি ভবন সম্প্রসারণ ও হলরুম নির্মাণ, করটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, বাতেন বাহিনী মুক্তিযুদ্ধ যাদুঘর, রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস, লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প।

এছাড়া দেলদুয়ার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় নির্মাণ, জেলা সদর মডেল মসজিদ নির্মাণ, টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ, বাসাইল উপজলো মডেল মসজিদ নির্মাণ, টাঙ্গাইল সদর উপজলো ভূমি অফিস নির্মাণ, সখিপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ, মধুপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ, মির্জাপুর উপজলো ভূমি অফিস নির্মাণ এবং টাঙ্গাইল সার্কিট হাউজের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview