Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যেভাবে পরিষ্কার করবেন স্বর্ণের গয়না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারীরা স্বর্ণের গয়না লকারে রাখলেও হালকা স্বর্ণের চেন, ছোট দুল, আংটি পরে থাকেন। সবসময় পরে থাকায় এগুলোর চাকচিক্য কমে যায়। গয়না নোংরা হয়ে যাওয়ার কারণে এমনটি হতে পারে।

এজন্য নিয়মিত গয়না পরিষ্কার করতে হবে। তাহলে চাকচিক্য বজায় থাকবে। পাশাপাশি দেখতেও বেশ সুন্দর লাগবে। এমনকি পরিষ্কার রাখলে অনেকে বুঝতেই পারবেন গয়না অনেক আগের বানানো।

তবে মূল সমস্যা হলো বেশিরভাগ মানুষই সঠিক উপায়ে স্বর্ণের গয়না পরিষ্কার করতে জানেন না। ফলে গয়নার চাকচিক্য এবং জৌলুস নষ্ট হয়। জেনে নিন কীভাবে পরিষ্কার রাখবেন এ ধরনের গয়না-

  • কাচের কাপে ঠাণ্ডা পানিতে হালকা কোনও লিকুইড সোপ গুলে নিন।
  • এই পানিতে স্বর্ণের গয়না ভিজিয়ে রাখুন ১৫-৩০ মিনিট।
  • নরম ব্রিসলওয়ালা টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করে নিন গয়না।
  • এবার হালকা গরম পানিতে ধুয়ে নিন।
  • পাতলা, নরম, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এমনভাবে মুছবেন যেন কোনও পানি লেগে না থাকে।
Bootstrap Image Preview