Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। পরাজিত হলে খেলোয়ারসুলভ মানসিকতা নিয়ে তা মেনে নিতে হবে। কোনক্রমেই মাঠে গোলযোগ সৃষ্টি করা যাবে না। খেলা পরিচালনার সাথে যুক্ত কর্মকর্তাদের নির্দেশ পুরোপুরিভাবে মানতে এবং তাদের সহযোগিতা করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এদিকে উদ্বোধনী খেলায় নৃবিজ্ঞান বিভাগ বাংলা বিভাগেকে ২-০ গোলে পরাজিত করে। আগামী ২৪ মার্চ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. ইফতেখার আহমেদ প্রমুখ।

Bootstrap Image Preview