Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুরকে ভিপি মানবে না ছাত্রলীগ, আবারও নির্বাচনের দাবি রাব্বানীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী বলেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরকে ভিপি হিসেবে মেনে নেবে না ছাত্রলীগ। 

সেই সঙ্গে ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করেন তিনি।

গোলাম রাব্বানী বলেন, “ডাকসুর প্রেসিডেন্টের বাসায় হামলার ঘটনায় নুরু জড়িত। সে ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করার এবং নতুন করে ভিপি পদে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরের নাম ঘোষণার পর থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া।

ছাত্রলীগের মিছিলে জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বণি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ।

ফলাফলের বিরুদ্ধে অবস্থান নিয়ে টানা প্রায় আধা ঘণ্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে গোলাম রাব্বানীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবার নির্বাচন দাবি করেন ছাত্রলীগের এই নেতা।

Bootstrap Image Preview