Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীরা ভোট দিতে পারলেই আমরা জয়ী: নুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:২৩ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:২৩ AM

bdmorning Image Preview


বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী নুরুল হক নুরু বলেছেন, সমর্থন নিয়ে আমাদের চিন্তা নেই। যত উদ্বেগ শিক্ষার্থীরা ভোট দিতে পারবে কিনা- সেটি নিয়ে। ভোট দিতে পারলে আমরা জয়ী হব।

আজ সোমবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রচারে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। ভোট নিয়ে আমরা চিন্তিত নই। তবে যারা আমাদের ভোট দেবে, তারা সুষ্ঠু ভাবে ভোট দিতে পারবেন কিনা সেই আশঙ্কার মধ্য রয়েছি। আমাদের বিশ্বাস, শিক্ষার্থীরা যে কোনো অন্যায়-অনিয়ম প্রতিরোধ করবে।

নূরুল হক আরও বলেন, যারা রাজনৈতিক দলের স্বার্থ হাসিলে কাজ করে শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করবে। কোনো লেজুড়বৃত্তি না করে যারা ছাত্রদের জন্য কাজ করবে, প্রতিনিধি হিসেবে ভোটাররা তাদেরই বেছে নেবেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছরের অবসান ঘটিয়ে আজ সকাল ৮টা থকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল নির্বাচন।

কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ২২৯ জন। আর প্রতিটি হল সংসদে ১৩টি পদের জন্য ১৮টি হলে ৫০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২১ জন এবং জিএস পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, কমনরুম-ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৬ জন নির্বাচন করবেন।

অন্যদিকে হল সংসদে ১৮টি হলে ১৩টি করে পদের বিপরীতে প্রার্থী রয়েছেন মোট ৫০৯ জন। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ২৭ জন, জগন্নাথ হলে ২৮ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বলে ১৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২৬ জন, অমর একুশে হলে ২৯ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৭ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৩৪ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৩৩ জন, রোকেয়া হরে ৩০ জন, কবি সুফিয়া কামাল হলে ৩০ জন, শামসুন্নাহার হলে ২৫ জন, কবি জসীম উদ্দীন হলে ২৫ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ২২ জন, ফজলুল হক মুসলিম হলে ৩৬ জন, বিজয় একাত্তর হলে ৩০ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২৭ জন, স্যার এ এফ রহমান হলে ৩৭ জন এবং সূর্যসেন হলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Bootstrap Image Preview