Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৪-১ গোলের জয়ে জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


শুক্রবার রাতে ইতালিয়ান সিরিআ লিগে উদিনেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস।  দলের হয়ে জোড়া গোল করেন কিন। আর একটি করে করেন এমরে কান ও ব্লেইস মাতুইদি।

জুভেন্টাসের এই জয়ে শীর্ষ স্থানটা আরো পোক্ত হলো। ২৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি থেকে ১৯ পয়েন্ট এগিয়ে আছে তারা। 

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের মাথায় গোলের মুখ খোলেন রোনালদো ও দিবালার অনুপস্থিতে জায়গা পাওয়া টিন-এজার মোইজে কিন। এরপর ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। এতে ২-০ গোলেন লিড নিয়ে বিরতিতে যান জুভেন্টাস। 

বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটে কিন প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন জার্মান মিডফিল্ডার এমরি কান। 

চার মিনিট পর উদিনেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্লেসি মাতুইদি। বেনতানকুরের পাসে হেড থেকে গোলটি করেন এই ফরাসি তারকা। যদিও উদিনেসের লাসাগনা ৮৪ মিনিটে একটি গোল শোধ দেন। তবে এটি শুধু ম্যাচের ব্যবধানই কমিয়েছে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলের লড়াইয়ে ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। এর আগে প্রথম লেগে মাদ্রিদের ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল জুভেন্টাস। 

Bootstrap Image Preview