Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ অব্যাহতের আহ্বান কেনিয়ার

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. জুমা।

আজ রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেনের সাথে বৈঠকালে তিনি এসব কথা বলেন।

৬ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকও উপস্থিত চিলেন।  

ড. জুমা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্ব সম্প্রদায়ের উচিত মিয়ানমারেরর উপর রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে চাপ অব্যাহত রাখা বলেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসংশাও করেন এই মন্ত্রী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাকে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন।

ড. মোমেন দু'দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে কথা বলেন।
 
বিশেষ করে বাংলাদেশ থেকে কেনিয়াকে তৈরি পোশাক, ঔষধ সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য আমদানি করার আহ্বান জানান এ সময়।

মন্ত্রী এ সময় কেনিয়ার কৃষিশিল্পে সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

বৈঠকে উভয় দেশ শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ে এক্যমত পোষণ করেন। এ বিষয়ে অচিরেই ফরেন অসিফ কনসালটেন্সি (এফওসি) করা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।

Bootstrap Image Preview