Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার দৃঢ় প্রত্যয়ী: খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০২:৫২ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০২:৫২ PM

bdmorning Image Preview


নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার দৃঢ় প্রত্যয়ী হয়ে কাজ করছে। কোনভাবেই খাদ্যে ভেজাল শব্দটি রাখা যাবে না। সুস্থ এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য ভেজাল মুক্ত খাদ্য সব থেকে বেশি প্রয়োজন বলে বক্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে মন্ত্রী। 

এ সময় মন্ত্রী বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিতের কোন বিকল্প নেই। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মন্ত্রী সরকারকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জনান। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুর রহমান, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

এর আগে সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এটি শহরের প্রধান সড়ক হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

Bootstrap Image Preview