Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাবির অস্থায়ী ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে সংহতি ​​​​​​​

আসিফ আল-মামুন, জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


অস্থায়ী ডাইনিং কর্মচারী সমিতির চলমান চাকরি স্থায়ীকরণ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।  

বুধবার (৬ মার্চ) চাকরি স্থায়ীকরণের দাবিতে অস্থায়ী ডাইনিং ডাইনিং কর্মচারী সমিতি বিক্ষোভ মিছিল পরবর্তীতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার এক যৌথ বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং কর্মচারী বিশ্ববিদ্যালয়ে একটি অপরিহার্য অঙ্গ হওয়া সত্ত্বেও ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তারা ৪৮০০ টাকা বেতনে অস্থায়ীভাবে চাকরি করে। এই বেতন তাদের জন্য তামাশার নামমাত্র।

অবিলম্বে আমরা অস্থায়ী ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি এবং আন্দোলনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Bootstrap Image Preview