Bootstrap Image Preview
ঢাকা, ২০ রবিবার, জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাওয়ার হ্যামলেটসের স্পিকারকে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে রাষ্ট্রপতির আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার আয়াস মিয়া।

মঙ্গলবার বিকালে আয়াস মিয়া বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে স্পিকার আয়াস মিয়া টাওয়ার হ্যামলেটসের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। স্থানীয় উন্নয়নে টাওয়ার হ্যামলেটসের ভূমিকা ও কার্য প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তিনি।

টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি আয়াস মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের এসব অর্জনকে বহির্বিশ্বে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

তিনি আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছাদূত হিসেবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইতিবাচক অবদান রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview