Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরতির পর আবারও বুড়িগঙ্গা ও তুরাগ তীরে উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


১৪ দিনের বিরোতির পর আবারও বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে বিআইডব্লিউটিএ।

আর আগে প্রথম ধাপের উচ্ছেদ অভিযানে এক হাজার ৭২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

এ বিষয়ে বিআইডাব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানিয়েছেন, আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপে বসিলার নিকটবর্তী বুড়িগঙ্গার তীরে হাইক্কার খাল ও তুরাগের তীরে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলবে আগামী ১২ কার্যদিবস।

তারিখগুলো হচ্ছে ৫ ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৯, ২০, ২১, ২৫, ২৭, ২৮ মার্চ।

তিনি আরো জানান, গতকাল নৌ সচিব আব্দুস সামাদ উচ্ছেদ কার্যক্রম এলাকা পরিদর্শন করেছিলেন। আর জানিয়েছেন,বিআইডব্লিউটিএ’র কোনো কর্মকর্তা যদি অবৈধ দখলদারিত্বের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview