Bootstrap Image Preview
ঢাকা, ২০ রবিবার, জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমরা অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেব: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে এ কথা বলেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালের উন্নত দেশের স্থান অর্জন করবো আমরা। এ ছাড়াও ২১০০ সালের পরিকল্পনাও আমরা তৈরি করে ফেলেছি।  

তিনি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আবেদন জানিয়ে বলেন, বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। আমাদের তরুণসমাজ কর্মক্ষম। এখানে বিনিয়োগ করুন।

তিনি মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, জ্বালানী, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তা ছাড়া কৃষি, মৎসসম্পদ ও সমুদ্রের সম্পদ আহরণেও বিনিয়োগের আহ্বান জানান।

Bootstrap Image Preview