Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে স্থানীয় সরকার বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগে স্থানীয় সরকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে এ সেমিনার শুরু হয়।

বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকারের উপর আলোচনা উপস্থাপন করেন।

এ সময় অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক ফখরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview