Bootstrap Image Preview
ঢাকা, ২০ রবিবার, জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'প‌রি‌স্থি‌তি স্ট্যাবল নয়, ‌সিঙ্গাপুর নেয়ার ম‌তো শারী‌রিক অবস্থায় নেই'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা এই ভালো, এই খারাপ-এমন পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান।

এই মুহূর্তে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই বলেও জানান তিনি।

রবিবার দুপুর ২টায় হাসপাতা‌লের কা‌র্ডিওল‌জি বিভা‌গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বল‌তে গি‌য়ে এই কথা ব‌লেন তি‌নি। এ সময় তার পা‌শে বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রো ভি‌সি শ‌হিদুল্লাহ শিকদার ছি‌লেন।

সৈয়দ আলী আহসান ব‌লেন, মন্ত্রীর শারীরিক অবস্থা এই ভালো এই খারাপ। ২৪ থেকে ৭২ ঘন্টা না গেলে তার সার্বিক অবস্থা সম্প‌র্কে কিছুই বলা যাচ্ছে না। এই মুহু‌র্তে তা‌কে সিঙ্গাপুর নেয়ার ম‌তো প‌রি‌স্থি‌তি‌তে নেই।

প্রো ভিসি শহীদুল্লাহ সিকদার বলেন, আইসিওতে প্রাথমিক ম্যানেজমেন্ট এর পরে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞগণ নিউরোলজিস্ট মেডিসিন চিকিৎসকগণ এই সিদ্ধান্তে উপনীত হন তার হৃদরোগে মোকাবেলার জন্য জরুরী ভিত্তিতে ক্যাথলেফে নিয়ে যেতে হবে।

তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।

Bootstrap Image Preview