Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জুলিয়েট গোলাপের মূল্য ১২৬ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০১:২১ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জুলিয়েট রোজ বা জুলিয়েট গোলাপ : এটি বিশ্বের সবচেয়ে দামী ফুলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২০০৬-এ চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা দুনিয়ার নজর কাড়ে এই ফুলটি। জুলিয়েট গোলাপের দাম ১২৬ কোটি। 

জানা যায়,ব্রিটিশ গোলাপ চাষি ডেভিড অস্টিনের এই ফুল ২০০৬ সালে ব্রিটেনের চেলসি ফ্লাওয়ার শো তে প্রথম অবমুক্ত হয়।এটি সৃষ্টি করতে তার নাকি ১৫ বছর সময় লেগেছিল। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ। এটি আকারে বেশ বড় আর ছড়ানো।

দক্ষিণ আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে দেখা মেলে এই ফুলটির।শোনা যায় এক সময়ে এই ফুলের দাম উঠেছিল প্রায় ১০ হাজার গিল্ডার যা এখনকার হিসেবে যা প্রায় ৫ হাজার ৭০০ ডলারের সমান।

Bootstrap Image Preview