এবার নৌকা মার্কার প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইলেন বিএনপি নেতা। তিনি আদিতমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইযুব আলী।
শুক্রবার (১ মার্চ) রাতে মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের নির্বাচনী জনসভায় বিএনপি নেতা আইযুব আলী নৌকার প্রার্থীকে জয়লাভ করার জন্য ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দ্যেশে বলেন, আপনাদের মূল্যবান ভোটটি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ১০ মার্চ আপনারা আবারও নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। আপনাদের মূল্যবান ভোটটি সঠিক জায়গায় দিবেন। আর নৌকা মার্কার প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা মার্কার নির্বাচনী জনসভায় বিএনপি নেতা ও আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইযুব আলী ছাড়াও বক্তব্য রাখেন, কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আলাল, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রধান, সাবেক চেয়ারম্যান মনসুর আলী, সারপুকুর ইউনিয়নের জনপ্রিয় তরুন নেতা একেএম হুমায়ন কবির, ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাপ্টিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর সোহরাব, সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ সময় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করছি। আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে একবার সেবা করার সুযোগ দিন। কারও কথায় কান দিবেন না, ১০ মার্চ সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এমনটাই প্রত্যাশা আপনাদের কাছে।