Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমের টানে বাংলাদেশে ব্রাজিলের তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview


প্রেমের টানে সাহেদ নামের এক আনসার সদস্যের কাছে বাংলাদেশে ছুটে এসেছেন ব্রাজিলের লুসি ক্যালেন (২৯)। ব্রাজিলের বাখজিয়াং এলাকায় তাদের বাড়ি। লুসি ক্যালেন একটি হাসপাতালের হেল্প লাইনে কর্মরত ছিলেন।

জানা যায়,ফেসবুকের মাধ্যমে প্রায় ১৮ মাস আগে সিলেটের জকিগঞ্জের বিলপার গ্রামের তৈয়ব আলীর ছেলে সাহেদ আহমদের (২৯) সঙ্গে ব্রাজিলিয়ান তরুণী লুসি ক্যালেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসতে গত ২৭ ফেব্রুয়ারি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান লুসি ক্যালেন।

২৮ ফেব্রুয়ারি আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে লুসি সিলেট আদালতে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন খাদিজা বেগম। এরপর ৩ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এদিকে, লুসিকে দেখতে সাহেদের বাড়িতে অনেক মানুষের সমাগম দেখা গেছে,গ্রামের মানুষের সাথে লুসি হাসি মুখে কথা বলছে।

উল্লেখ্য,এর আগেও ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে ব্রাজিল, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন অনেক নারী।

 

 

 

 

 

Bootstrap Image Preview