Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেমিক্যাল বা গান পাউডার দিয়ে আগুন লাগানো হয়েছে, দাবি বস্তিবাসীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


গত বুধবার মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে অবস্থিত জাহাঙ্গীর বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে পাঁচ শতাধিক পরিবার। বর্তমানে তারা খোলা আকাশের নীচে দুর্বিষহ রাত কাটছে। পরার কাপড়টুকু নিয়েও বেরুতে পারেননি অনেকে। আগুনের তীব্রতা পুড়িয়েছে সব, তবুও রাত জুড়ে প্রিয় জিনিস খুঁজে ফেরা। ফাগুনের অকাল বৃষ্টি, ঠাণ্ডা বাড়িয়েছে, সেই সাথে বাড়িয়েছে দুর্ভোগ। 

বস্তিবাসী মানুষরা বলেন, ঘরের দুটা টিন ছিলো, সেগুলোই পাহারা দিচ্ছি। তারা বলেন, রাস্তার কুকুরের যতটুকু দাম আছে, আমাদের তা-ও নাই। ভোট শেষ হয়ে গেলে গরীবের আর কোনো দাম থাকে না। বাড়ি-ভিটা তো নাই, যা-ও ছিলো সব শেষ।

বুধবার রাতের সেই ভয়াল আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। এই নিয়ে নিঃস্ব মানুষগুলোর মনে অনেক প্রশ্ন।

কোনো কেমিক্যাল বা গান পাউডার দিয়ে আগুন ধরানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বস্তিবাসী। নয়তো বৃষ্টির মধ্যেও এতো আগুন ছড়ালো কিভাবে, প্রশ্ন তাদের।

এদিকে ঘটনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলের পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Bootstrap Image Preview