রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। জাতিসংঘের আদলে কাজ করা বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন (আরইউমুনা) চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরইউমুনার সভাপতি ইমরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অজয় কুমার মিশ্র। রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু, আরইউমুনা এর উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।
অজয় কুমার মিশ্র বলেন, ‘বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমালোচনার করে তা সম্ভাব্য সমাধানের পথ বের করা হয় এ ধরনের সম্মেলনগুলো। বর্তমানে বাংলাদেশ ও ভারতে রোহিঙ্গা ও জঙ্গিবাদ একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা যদি এ সমস্যা সমাধানের উপায় বের করে তাহলে অবশ্যই আমরা উপকৃত হবো।’
অনুষ্ঠানে অধ্যাপক সাইদুর রহমান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিক পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদেরকে বাইরের জগৎ সম্পর্কেও জ্ঞান রাখতে হবে।
এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ শিক্ষার্থী সম্মেলনে অংশ নিবে। আগামী ৩ মার্চ অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে এবারের সম্মেলন শেষ হবে।
অংশগ্রহণকারীরা শিশু-কিশোরের বিরুদ্ধে অপরাধ, ক্রিপ্টোকারেন্সি, জাতিসংঘে বাংলা, সমুদ্র দূষণ রোধসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু, আরইউমুনার উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু প্রমূখ।