ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে নিরঙ্কুশ ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। ১২৯৫টি কেন্দ্রের সবগুলোরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট।
অন্যদিকে আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) মো. শাফিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ভোটের এ ফল জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে অংশ নেয়নি অধিকাংশ রাজনৈতিক দল। এ নির্বাচন নিয়ে সিটিবাসীর তেমন আগ্রহ দেখা যায়নি।
ডিএনসিসির মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০। নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১। ভোটকেন্দ্র এক হাজার ২৯৫ এবং ভোটকক্ষ ছয় হাজার ৪৮২।