Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে ফাইনালে ইবির মেয়েরা

আহসান নাঈম, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১০ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১০ PM

bdmorning Image Preview


আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯ এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-১২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়ে দল।

রবিবার সকাল ১১টয় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

আজ বিকেলে দিনের অপর সেমিফাইনাল খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা লড়বে। আগামীকাল সোমবার সকাল ১১ টায় এই দই দলের মধ্যে বিজয়ী দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ফাইনালে মুখোমুখি হবে।

জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ২-৭ গোলে হারিয়ে নিজেদের শুভ সূচনা করে ইবির মেয়েরা। লীগ পর্যায়ের খেলায় গ্রুপের এক দল অংশগ্রহণ না করায় এক ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠে যায় ইবি।

এদিকে মেয়েদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এছাড়াও আলাদা আলাদা ভাবে অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোসাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। সেই সাথে তারা ফাইনালেও মেয়েদের সাফল্য প্রত্যাশা করেন।

Bootstrap Image Preview