Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বোরিং কাজ ও নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৃথকভাবে এই মেগা প্রকল্প দুটির কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে তিনি টানেলের খনন কাজ পরিদর্শন করেন। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান যোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন সেখান থেকে সড়ক পথে তিনি পতেঙ্গায় যান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, কর্ণফুলী নদীর তলদেশে ৯ হাজার ৮৮০ কোটি টাকায় ৩ হাজার ৫ মিটার দীর্ঘ এ টানেল নির্মিত হচ্ছে। টানেলটি পতেঙ্গা নেভাল একাডেমি পয়েন্ট থেকে শুরু হয়ে কাফকো ও সিইউএফএল পয়েন্টের মাঝখান দিয়ে অপর প্রান্তে উঠবে। নদীর তলদেশে সর্বনিম্ন ৩৬ ফুট থেকে সর্বোচ্চ ১০৮ ফুট গভীরে স্থাপন করা হবে দুটি টিউব। ২০২২ সালের মধ্যে এ টানেলটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা।

এদিকে প্রধানমন্ত্রী নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল নির্মাণকাজের উদ্বোধন করেছেন।

সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ফলক উন্মোচন করেন তিনি। পরে তিনি পতেঙ্গার সাগর পাড়ে সভামঞ্চে পৌঁছেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪ লেনের ১৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview