Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোরে ১০০ বোতল ফেন্সিডিলসহ আতিকুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোর রেল ষ্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান দিনাজপুর জেলারফুলবাড়ি উপজেলার সজলপুকুর এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার আতিকুরকে ফেনসিডিলসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সে একজন মাদক ব্যবসায়ী উল্লেখ করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল শনিবার দিবাগত রাত ৩ টা ৩৫ মিনিটের দিকে নাটোর রেল ষ্টেশন বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আতিকুর রহমানের চলাফেরায় সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থেকে উদ্ধার হওয়া ১০০ বোতল ফেন্সিডিল, তিনটি সিম কার্ডসহ ২টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার৭০ টাকা জব্দ করা হয়।

Bootstrap Image Preview