Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

`আমেরিকা ও ইসরায়েলের চাপে মরে যাবে না ইরান’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমেরিকা ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করতে চায় তার দেশ।

রবিবার ইরানের দক্ষিণাঞ্চলে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সুরক্ষায় ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমাদের শত্রু আমেরিকা ও ইসরায়েল ইরানিদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চায়।’

ইরানকে ধ্বংসে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে রুহানি বলেন, ‘আমরা আমেরিকা ও ইসরায়েলের চাপে মরে যাব না।’

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে নীরব যুদ্ধ চলছে। সিরিয়া ও ইয়েমেনে পরস্পর বিরোধী দু'টি গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে দেশ দু'টি।

Bootstrap Image Preview